সৎকাজ

যদি তোমরা প্রকাশ্যে ও গোপনে সৎকাজ করে যাও অথবা কমপক্ষে অসৎকাজ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহও বড়ই ক্ষমা-গুণের অধিকারী৷ অথচ তিনি শাস্তি দেবার পূর্ণ ক্ষমতা রাখেন।(সূরা,নিসা- ১৪৯)

Thursday, January 3, 2013

ধর্ষণকালে হাতেনাতে ধরা পড়ে মহিলাদের হাতে পিটুনি (ভিডিও)

ভারতের রাজধানী দিল্লিতে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা তরুণীকে গণধর্ষণের সেই ঘটনার জের কাটতে না কাটতেই এবার আসামে ধর্ষণকালে হাতেনাতে গ্রেফতার হলেন এক কংগ্রেস নেতা। গ্রামবাসী ধর্ষণকালে ওই কংগ্রেস নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আসামের চিরাং জেলার সালবারিতে। জনরোষের মুখে পুলিশ তাকে আটকের পর মামলা না হওয়া পর্যন্ত থানা হাজতে আটকে রেখেছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো বিক্রম সিং ব্রাহ্মা নামের ওই লম্পট কংগ্রেস নেতাকে গ্রামবাসীর পেটানোর দৃশ্য প্রচার করেছে। এতে দেখা যায় গ্রামের বিক্ষুব্ধ

মহিলারা বিক্রম সিংকে পিটিয়ে তার গায়ের কাপড় খুলে নিচ্ছেন। খবরে বলা হয়েছে বুধবার রাতে এক মহিলাকে ধর্ষণের জন্য গেলে ধরা খায় বিক্রম সিং।

No comments:

Post a Comment