সৎকাজ

যদি তোমরা প্রকাশ্যে ও গোপনে সৎকাজ করে যাও অথবা কমপক্ষে অসৎকাজ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহও বড়ই ক্ষমা-গুণের অধিকারী৷ অথচ তিনি শাস্তি দেবার পূর্ণ ক্ষমতা রাখেন।(সূরা,নিসা- ১৪৯)

Tuesday, January 8, 2013

দীপুমনির ওয়েবসাইট হ্যাক

দীপুমনি ডটকম হ্যাক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নামের এ সাইটটি এ মুহূর্তে পুরোপুরি হ্যাকারদের দখলে। সিলেট সিকিউরিটি সাইবার গ্রুপ নামে একটি দেশি হ্যাকার দল নামধারী এ সাইটি হ্যাকের সুস্পষ্ট দায়িত্ব স্বীকার নিয়েছে।

হ্যাকের উদ্দেশ্যে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির নিখোঁজ সভাপতি এম ইলিয়াস আলী সম্পর্কে সরকারের নিরব ভূমিকা। যদি ইলিয়াস আলীকে খোঁজার প্রক্রিয়া আরও সক্রিয় করা না হয় তাহলে আওয়ামী লীগপন্থী যতগুলো সাইট আছে সবই এক এক করে হ্যাক করা হবে।



দিপু মনির সাইটের বর্তমান অবস্থা। 

No comments:

Post a Comment