সৎকাজ

যদি তোমরা প্রকাশ্যে ও গোপনে সৎকাজ করে যাও অথবা কমপক্ষে অসৎকাজ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহও বড়ই ক্ষমা-গুণের অধিকারী৷ অথচ তিনি শাস্তি দেবার পূর্ণ ক্ষমতা রাখেন।(সূরা,নিসা- ১৪৯)

Thursday, January 3, 2013

আবদুল্লাহ তাহেরের মুক্তি দাবিতে রোববার কুমিল্লায় হরতাল

কুমিল্লা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে রোববার কুমিল্লায় অর্ধদিবস হরতাল পালন করবে জামায়াত।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত এই হরতাল আহ্বান করে।

আবদুল্লাহ তাহের মুক্তির দাবিতে ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- আজ ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে থানায় থানায় বিক্ষোভ মিছিল, শুক্রবার জেলাব্যাপী দোয়া দিবস এবং শনিবার হরতালের সমর্থনে মিছিল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর নায়েবে আমীর মাস্টার আমিনুল হক, কুমিল্লা মহানগর শিবির সভাপতি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ে এক আত্মীয়ের বাসা থেকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

জামায়াতের শীর্ষ নয় নেতা কারাবন্দি থাকায় সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিভিন্ন বৈঠক এবং কর্মসূচিতে জামায়াতের পক্ষে আবদুল্লাহ তাহেরকে প্রতিনিধিত্ব করতে দেখা যায়।

No comments:

Post a Comment